ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১


নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম বাণিজ্যিক অঞ্চল ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন পরবর্তী সহিংসতায় মো: আব্দুস সামাদ(৫৮) নামে এক ব্যক্তি আহত হয়েছে।



শনিবর (১লা ফেব্রুয়ারী) রাতে ঝাউডাঙ্গা বাসস্ট্যান্ডে সংলগ্নে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সামাদের বাড়ি ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামে। তিনি সাতক্ষীরা সমাজসেবা অফিসের কর্মকর্তা। তাৎক্ষণিক তাকে দেখতে যান ঝাউডাঙ্গা বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি শাহাজাহান কবির ও সাধারণ সম্পাদক আবু মুছা।


সূত্রে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাজার কমিটির নির্বাচনী ফলাফল শুনে বাড়ী যাওয়ার পথে ঝাউডাঙ্গা বাজার বাসস্টান্ড এলাকায় পৌছালে কে বা কারা মটরসাইকেল যোগে পেছন দিক থেকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক সাতক্ষীরা ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ায় সে অনবরত বমি করছে বলে জানিয়েছে তার স্বজনরা।


এছাড়াও দূবৃত্তরা ঝাউডাঙ্গা বাজারের বিভিন্ন দোকানের সাটারে লাঠি দিয়ে ভাংচুর করার চেষ্টা করে বলে জানা যায়।

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Search This Blog

Labels

Recent Posts